সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন রূপপুর পুরানপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি স্থানীয় মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহত মনিরের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মনির হোসেন তাঁর বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে ঘুরতে যান। রাতে বন্ধুরা সবাই বাড়ি ফিরে এলেও মনির আর বাড়ি ফেরেননি। ওই রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে করতোয়া নদীতে মাছ ধরতে গেলে জেলেরা মনিরের লাশ ভাসতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে লাশটির অনেকটাই পচে ফুলে গেছে।
ওসি নজরুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে নিহত মনিরের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।