রংপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছেন। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। সুষ্ঠু ভোট হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবেন।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরে মহাসমাবেশের মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে আজ দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে নেমে সরাসরি রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশস্থলে আসেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদ্গার ও অপপ্রচার করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবেন। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছেন।
প্রায় সাড়ে চার বছর পর আগামীকাল বুধবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফর ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতির কাজ শেষ প্রান্তে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের দুটি উপজেলায় নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছর পর তিনি রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।