বই মানুষকে আলোকিত, সমৃদ্ধ ও উদ্ভাসিত করে। অজানাকে জানার আগ্রহ তৈরি করে। মনের খোরাক জোগায়। জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করে। নিজেকে ও পৃথিবীকে জানতে হলে বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে মানুষের মননশীল, চিন্তাশীল ও সৃষ্টিশীল চিন্তার বিকাশ ঘটানো যায়। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু ও আত্মার ওষুধ।
বগুড়ায় বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান গাজী তৌহিদুল আলম চৌধুরী। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রথম আলোর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৩টি গ্রন্থাগার ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৫ হাজার ২৩২টি বই তুলে দেওয়া হয়। চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।
বই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক শফিকুল আলম, গুজিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডোনিস বাবু তালুকদার, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, লেখক আমির খসরু, সবুজ স্বপ্ন পাঠাগারের উদ্যোক্তা লাখিন আহমেদ, রোমেনা আফাজ পাঠাগারের উদ্যোক্তা মন্তেজার রহমান ও বগুড়া বন্ধুসভার সভাপতি চন্দন কুমার রায়। এ সময় প্রথম আলোর বগুড়া অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী আখতারুজ্জামান, বগুড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নকীব হাসান, আল গালিব খান, নাহিদ হাসান, স্মৃতি জাহান, গোল এ আফরোজ, মাহির ফয়সাল, আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
বই পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বগুড়া শহরের উডবার্ণ পাবলিক লাইব্রেরি, জলেশ্বরীতলা রোমেনা আফাজ স্মৃতি পাঠাগার, বাতায়ন লাইব্রেরি, সবুজ স্বপ্ন পাঠাগার, সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের বই-বিহঙ্গ, আলোর দিশারী মহিলা উন্নয়ন পাঠাগার, জলেশ্বরীতলা ডা. আবদুর রশিদ পাঠাগার, আলোকিত বগুড়া পাঠাগার, বগুড়া উপজেলার চাঁদমুহা হাট মথুরা সমাজকল্যাণ পরিষদ পাঠাগার, বন্ধু পাঠাগার, বগুড়া জিলা স্কুল পাঠাগার, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পাঠাগার, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ পাঠাগার, গাবতলী উপজেলার তল্লাতলা জ্ঞানদ্বীপ মানবকল্যাণ সংস্থা ও পাঠাগার, গাবতলী দো-আঁশ পাবলিক লাইব্রেরি, গাবতলীর উজগ্রাম আমেনা স্মৃতি পাঠাগার, গাবতলী উপজেলার তরুফ মেরু স্বপ্নসিঁড়ি পাঠাগার, নন্দীগ্রাম উপজেলার ডা. চয়েন উদ্দিন স্মৃতি পাঠাগার, শেরপুর উপজেলার শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগার, জয়পুরহাটের কালাই উপজেলার আবদুর রশিদ স্মৃতি পাঠাগার, মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয় পাঠাগার, শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় পাঠাগার ও কাহালু উপজেলার ডা. মুসা পাঠাগার।