নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যপাড়া এলাকার কালীবাড়ি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যপাড়া এলাকার কালীবাড়ি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে

দুর্গাপূজা দেখতে গিয়ে নৌকা ডুবে তরুণী ও তাঁর ভাতিজার মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় দুর্গাপূজা দেখতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের হরিণধরা গ্রামের মধ্যপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হরিণধরা পূর্বপাড়া গ্রামের ঋতু তালুকদার (২১) ও অমিত তালুকদার (৮)। ঋতু কলমাকান্দা সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষ এবং অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁরা সম্পর্কে ফুফু ও ভাতিজা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে হরিন্দরা গ্রামের পশ্চিমপাড়া মাস্টারবাড়ির মণ্ডপের উদ্দেশ্যে বের হন ঋতু, অমিতসহ তাঁদের পরিবারের ছয় সদস্য। বন্যার পানি জমে থাকায় ছোট একটি ডিঙি সেখানে তাঁরা যাত্রা করেন। পথে মধ্যপাড়া কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ঢেউয়ের কারণে ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে খালপাড়ে উঠে গেলেও অমিত পানিতে তলিয়ে যেতে থাকে। এ অবস্থায় তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন ঋতু। কিন্তু তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা ঋতু ও অমিতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঋতুর চাচা স্বপন তালুকদার বলেন, ‘ঋতু সাঁতার জানলেও তাঁর ভাইয়ের ছেলে অমিতকে বাঁচাতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পূজায় আনন্দের বদলে এখন আমাদের পরিবারে বিষাদ নেমে এসেছে।’

খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন। তিনি জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।