লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত স্বাক্ষরিত চিঠিতে ওই অনুরোধ জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান চেয়ারম্যান পদের প্রার্থী দেওয়ান বাচ্চুর জন্য রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মুঠোফোন ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬–এর বিধি ২২ অনুসারে, সরকারি সুযোগ-সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ-সুবিধাসংক্রান্ত কিছু বাধা–নিষেধ রয়েছে। সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬–এর বিধি ২২ (১) (২) ধারাসমূহ মেনে চলার এবং যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের মুঠোফোনে একাধিকবার কল করার পরও সংযোগ পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের বিরুদ্ধে এক প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। তা ছাড়া নির্বাচন কমিশন থেকেও তিনি এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন। ওই চিঠি পাওয়ার পর সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের ভোট ২১ মে অনুষ্ঠিত হবে।