হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। আজ বিকেলে রংপুরের মিঠাপুকুরের জায়গিরহাটে
হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। আজ বিকেলে রংপুরের মিঠাপুকুরের জায়গিরহাটে

রংপুর–৫ আসন

মিঠাপুকুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন অভিযোগ করেছেন, নৌকার প্রার্থী রাশেক রহমানের কর্মী-সমর্থকদের হামলায় তাঁর ছয় কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে জায়গীরহাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।

মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর-৫ আসন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ছেলে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জাকির হোসেন সরকার সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির সদস্য।

জাকির হোসেন সরকার বলেন, বিকেলে শাঠিবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে তাঁর কর্মী-সমর্থকেরা ব্যাটারিচালিত অটোরিকশা করে জায়গিরহাট এলাকায় ফিরছিলেন। এ সময় তাঁদের ওপর নৌকা প্রতীকের সমর্থকেরা হামলা চালায়।

হামলায় সাইদুল ইসলাম (৪৫), শাহিন মিয়া (৩০), জাহাঙ্গীর আলম (৪০), আব্দুল মালেক (৩৫), জমারেজ মিয়া (৪০), শাহজাহান মাস্টার (৫০) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাকির হোসেন সরকারের সমর্থকেরা বলেন, এ ঘটনার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে হামলার প্রতিবাদে তাঁরা কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে তাঁর পক্ষের লতিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কারও ওপর হামলা করা হয়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।