টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচাপায় নিহত মা ও মেয়ে হলো উপজেলার বিলচাপড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পারুল বেগম (৩৫) ও তাঁর মেয়ে ছোঁয়ামণি (৩)। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে ভূঞাপুর উপজেলা সদর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে গোবিন্দাসি এলাকার দিকে যাচ্ছিলেন হতাহত ব্যক্তিরা। ভ্যানটি বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হন। এ সময় ভ্যানের আরও দুজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।