প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: ‘এ জাড়ত কম্বলখান পায়া খুব ভালো হইল’

রাবেয়া বেগমের (৭০) হাঁটুর নিচ থেকে বাঁ পা নেই। তিনি ক্রাচে ভর দিয়ে হাঁটেন। গরম কাপড় না থাকায় এবারের শীতে তিনি ভোগান্তি পোহাচ্ছিলেন। তবে এখন কম্বল পেয়ে তিনি স্বস্তিতে আছেন।

লালমনিরহাট সদরের মোগলহাটের ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সকালে স্লিপ নিয়ে কম্বল নিতে আসেন রাবেয়া বেগম। কম্বল পেয়ে তিনি বলেন, ‘এ বছরের জাড়ের সময় মোক কাউ একখান কম্বলও দেয় নাই। তোমার গুলার কম্বল পাইলং। এ জাড়ত কম্বলখান পায়া খুব ভালো হইল। আল্লাহ পাক তোমার গুলার ভালো করবে।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এনভয় টেক্সটাইল লিমিটেডের সহায়তায় আজ সকালে লালমনিরহাটে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে বিনা মূল্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার মোগলহাটের ইটাপোতা গ্রামের আবদুল কাইয়ুম (৬৫) পক্ষাঘাতগ্রস্ত। তাঁর কোমরের নিচ থেকে অচল; হুইলচেয়ারে চলাফেরা করেন। বসতবাড়ি ৭-৮ শতাংশ জমি ছাড়া আর কিছু নেই। হুইলচেয়ারে বসে কম্বল নিতে এসেছেন আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘খুব উপকার হইল। গায়ে দিলে আরাম নাগবে।’

কম্বল বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার লালমনিরহাটের সদস্যরা। তাঁরা এলাকাবাসীর সহায়তায় মোগলহাট ইটাপোতা, কুড়ুল, বুমকা ও কর্ণপুর গ্রামের ১০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের স্লিপ দেন। সেই স্লিপ নিয়ে শীতার্ত মানুষেরা ইটাপোতা গ্রামের ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এসে উপস্থিত হন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভা লালমনিরহাটের সভাপতি ফারাহ নাজ নাহার (ফিবা)। কম্বল বিতরণের আগে বক্তব্য দেন মোগলহাটের ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদ আলী। তিনি বলেন, ‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো—এমন একটা কথা অনেক আগে শুনেছিলাম। আজ শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণের সময় উপস্থিত থেকে তার প্রমাণ পেলাম।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আবু সায়েদ, অর্থ সম্পাদক আখি আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ববিতা সুলতানা, জেন্ডার সমতা সম্পাদক সুমনা আক্তার, মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক রিপন ইসলাম, ম্যাগাজিন সম্পাদক রাকিবুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য-১ জাফর ইকবাল।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে সহায়তার অর্থ পাঠাতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।

শীতবস্ত্র বিতরণের জন্য গত ১৭ ডিসেম্বর থেকে এই পর্যন্ত ত্রাণ তহবিলে ৩ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা জমা হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে এসেছে ১ লাখ ১০ হাজার ২১০ টাকা। আর ব্যাংক হিসাবের মাধ্যমে এসেছে ২ লাখ ৮ হাজার ৩৮০ টাকা।