রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তাঁর ছেলে মিতুল হাকিমসহ আওয়ামী লীগের ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি রয়েছে আরও ১৫০ থেকে ২০০ জন।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ১৯ জুন বেলা সাড়ে ১১টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলা সদর বাসস্ট্যান্ড বাজারের ছাত্রদলের আনন্দমিছিলের ওপর আসামিরা হামলা চালায়। এ সময় ফরিদ হাসান আশিক নামের এক কর্মী দোকানের মধ্যে আশ্রয় নিলে আসামিরা দোকানের মধ্যে তাঁকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে এজাহার দিলেও মামলাটি আজ শনিবার রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।