সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

যাচ্ছিলেন টিসিবির মালামাল নিতে, রডবোঝাই ট্রলির ধাক্কায় ফিরলেন লাশ হয়ে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রডবোঝাই ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রলিচালককে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া গ্রামের মৃত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮) ও নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮)। তাঁরা সম্পর্কে ভাবি ও ননদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কবরবাড়িয়া গ্রাম থেকে তিন নারী ভ্যানে করে টিসিবির মালামাল সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহর থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুই নারী মারা গেছেন। তাঁদের লাশ মর্গে রাখা ছিল। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ট্রলিচালক কাজলকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরিবার থেকে কোনো মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।