চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার আড়গড়া-বেলালবাজার সড়কে চৌডালা ইউনিয়নের কুচ্চাগাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জুয়েল (৩৩) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ওই সময় জুয়েলের সঙ্গে থাকা বন্ধু সাদ্দাম হোসেনকে মারধর করেন ছিনতাইকারীরা।
সাদ্দাম হোসেন জানান, আজ সকালে তাঁরা দুজন মোটরসাইকেলে বেলালবাজারের দিকে যাচ্ছিলেন। পথে চৌডালা ইউনিয়নের কুচ্চাগাড়ায় সকাল পৌনে ছয়টার দিকে দুই ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের পথ রোধ করেন। তাঁর (সাদ্দামের) কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেন। তাঁকে লাঠি দিয়ে মারধর করেন। জুয়েলকেও টাকা ও মুঠোফোন দিতে বলে। কিন্তু হঠাৎ ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় তাঁকে টেনে রাস্তার পাশে নিয়ে যান ছিনতাইকারীরা। একপর্যায়ে জুয়েলকে ফেলে দুই ছিনতাইকারী পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন এসে জড়ো হন, তবে এর আগেই জুয়েল মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব আজ দুপুরে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।