কিশোরগঞ্জে এক তরুণীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ময়মনসিংহ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ প্রথম আলোকে বলেন, পর্নোগ্রাফি মামলা ছাড়াও নাজমুল হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। সবকিছুই প্রকাশ করা হবে এবং এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এর আগে গতকাল দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, তাঁর ভাগনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। ভুক্তভোগী তরুণী কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ইন্টারনেটে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া, ভয় দেখিয়ে আট লাখ টাকা আদায়সহ নানাভাবে ওই তরুণীকে হয়রানি করার অভিযোগ করা হয়।