মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ফল কারচুপির আশঙ্কায় এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহার সমর্থকেরা। পরে রাত পৌনে আটটার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে অন্তত আট কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল আটটা থেকে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাতজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইসরাফিল হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। আজ সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফল ঘোষণার আয়োজন করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী প্রথমে কয়েকটি কেন্দ্রের ফল ঘোষণা করেন। পরে ফল ঘোষণায় বিলম্ব হয়।
সরেজমিনে দেখা গেছে, বিলম্ব হওয়ায় নির্বাচনে ফল কারচুপির আশঙ্কায় চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহার কর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ হন। এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কে ঘটনাস্থলের উভয় পাশে অন্তত আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এরপর রাত পৌনে আটটার দিকে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। রাত আটটার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সুদেব কুমার সাহা বলেন, কেন্দ্রগুলোতে ফল ঘোষণা হলেও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে। এতে ফলাফল কারচুপির আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে তাঁর কর্মী ও সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেন।
নির্বাচনী ফলাফল ঘোষণায় ব্যস্ত রয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা লিটন ঢালী। আজ রাত পৌনে নয়টার দিকে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী প্রথম আলোকে বলেন, একটি ইউনিয়নের ফল আসতে বিলম্ব হচ্ছিল। এই কারণে ঘোষণায় কিছুটা বিলম্ব হয়েছিল। তবে ইভিএম পদ্ধতিতে কারচুপির কোনো সুযোগ নেই। ওই প্রার্থী হয়তো ভুল বুঝে মহাসড়ক অবরোধ করেছিলেন।
অবরোধের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন প্রথম আলোকে বলেন, ফল ঘোষণা বিলম্ব হওয়ায় এক প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।