শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

দাবির মুখে শের-ই-বাংলা মেডিকেলে সেনা কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ

বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে অবশেষে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে এই হাসপাতালের পরিচালক পদে পদায়ন করা হয়। এবারই প্রথম এই হাসপাতালে একজন সেনা কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মনিরুজ্জামান শাহিন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোক বলেন, নতুন পরিচালক পদায়নের প্রজ্ঞাপন পেয়েছি। তবে তিনি এখনো যোগদান করেননি।

দুর্নীতি-অনিয়মসহ নানা অভিযোগে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে ২৯ অক্টোবর হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর ওই দিন দুপুরে পরিচালক সাইফুল ইসলাম কড়া নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন।

পদত্যাগের পর থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে পদে পদে দুর্নীতি বন্ধ, চিকিৎসার ক্ষেত্রে অব্যবস্থাপনা দূর করে গরিব-অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই তাঁরা এই দাবি তোলেন।

এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি আদায় হয়েছে। এ জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাই। আমরা এই দাবি বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টা, সচিবসহ বিভিন্ন পর্যায়ে এর যৌক্তিকতা ব্যাখ্যা করেছি। তাঁরা বিষয়টি অনুধাবন করে এখানে একজন সেনা কর্মকর্তাকে পরিচালক পদে পদায়ন করেছেন। আমরা আশা করি, নতুন পরিচালকের নেতৃত্বে এই হাসপাতাল সিন্ডিকেট মুক্ত হবে, স্বচ্ছতা ফিরবে এবং চিকিৎসাসেবার মান বাড়বে।’