সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য গোলরক্ষক মিলি আক্তারকে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা।
উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলের মালা ও পদক পরিয়ে বরণ করা হয় মিলিকে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় লাখ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। এ সময় মিলির বাবা শামসুল হক, মা আনোয়ারা বেগম, স্থানীয় কোচ দেলোয়ার হোসেন, সহপাঠী, একঝাঁক কিশোরী ফুটবলারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সাফজয়ী গোলরক্ষক মিলি আক্তার নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের বারই গ্রামের শামছুল হকের মেয়ে। বর্তমানে মিলি বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দলের গোলরক্ষক। নিজ এলাকায় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিলি আগামী দিনেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিলি বলেন, ‘অনেক জায়গায় আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু নিজ এলাকায় বাবা-মায়ের সামনে এই সংবর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে। আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া ও পরিবারের সমর্থন ছিল। নান্দাইলের মানুষ সব সময় আমার সঙ্গে ছিলেন। তাঁদের ভালোবাসা নিয়ে আরও বহু দূর এগিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানে ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় আগ্রহী করার জন্য চণ্ডীপাশা ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা, সিংরইল ইউনিয়ন ও শেরপুর ইউনিয়নে সরকারি জায়গায় খেলার মাঠ তৈরি করবে উপজেলা প্রশাসন। আমরা চাই নান্দাইল থেকে আরও মিলি বের হয়ে আসুক। এ জন্য খেলার মানোন্নয়নে এখন থেকে পদক্ষেপ নেব।’