দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে টিনের চালাযুক্ত ঘরে পাঠাগার আমাদের লাইব্রেরির অবস্থান। গ্রামের প্রায় সব বয়সী মানুষের অবসরের জায়গা এটি। এই পাঠাগারে বইয়ের পাশাপাশি রাখা হয় খবরের কাগজ। গ্রামের কয়েকজন তরুণ পাঠাগারটি পরিচালনা করেন। প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের পক্ষ থেকে এই পাঠাগারে ১৩০টি বই উপহার দেওয়া হয়েছে।
বই পেয়ে পাঠাগারের সাধারণ সম্পাদক ইকবাল রেজা বলেন, বিকেল থেকে লাইব্রেরিতে তরুণ-যুবক ও প্রবীণেরা সমবেত হন, সময় কাটান। বইগুলো পেয়ে লাইব্রেরিটা আরও সমৃদ্ধ হলো।
আমাদের লাইব্রেরিসহ জেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২টি পাঠাগারে ১ হাজার ৬০০টি বই উপহার দিয়েছে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশ। সোমবার বিকেলে শহরের গণেশতলা এলাকায় প্রথম আলো কার্যালয়ে প্রতিষ্ঠানপ্রধানের হাতে বইগুলো তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা রেজাউল করিম, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, বন্ধুসভার সদস্য সুব্রত সরকার, সাব্বির হাসান, শুভ রায়, বেলালুর রহমান, অনুপ রায়, ইমন প্রমুখ।
বই উপহার পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, শিদ্দিসি উচ্চবিদ্যালয়, বটতলী উচ্চবিদ্যালয়, দুহশুহ বহুমুখী উচ্চবিদ্যালয়, ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়, শিবপুর বালিকা উচ্চবিদ্যালয় ও আজিমপুর আদর্শ উচ্চবিদ্যালয়। আর পাঠাগার দুটি হলো আমাদের লাইব্রেরি ও বন্ধুসভা পাঠচক্র।
বই পেয়ে আজিমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক একরাম তালুকদার বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নতির যুগে বর্তমানে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ কমে গেছে। শহরের স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ পায়। গ্রামের স্কুলের শিক্ষার্থীরা এখনো কিছুটা পিছিয়ে। প্রত্যন্ত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবইয়ের বাইরের কিছু ভালো মানের লেখকের বই উপহার দিয়েছে।
ঈদগাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের এক-তৃতীয়াংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা। এমনও অনেকে আছে, বাবা-মায়ের সঙ্গে কাজ করে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। বাড়তি বই কিনে পড়ার সুযোগ তাদের হয় না। এই বইগুলো শিক্ষার্থীদের যেমন বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করবে, তেমনি তারা ভালো মানের কিছু বই পড়ার সুযোগ পাবে।’
আয়োজকেরা বলেন, বিকাশ সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণ করছে। আর বিকাশের নেওয়া এই বই বন্ধনের উদ্যোগের সঙ্গে সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে বই কেনার জন্য অনুদানও দিতে পারেন গ্রাহক। অসংখ্য মানুষের অনুদান একত্র করে এই উদ্যোগের আওতায় ২০২২ সাল পর্যন্ত ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে।