জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার নওদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু হোসেন (৪৫) গরুবাহী পিকআপ ভ্যানের চালক ছিলেন। তাঁর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামে। আহত ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলা সদরের বাসিন্দা সোহেল (২৫) সিপাহিপাড়ার শফিক (৪০) ও জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আবু সাঈদ (২৫)। তাঁদের সবাইকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সংঘর্ষটি হয়েছিল গরুবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুরগিবাহী পিকআপ ভ্যানের। গরুবাহী পিকআপ ভ্যানটি নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল আর মুরগিবাহী পিকআপ ভ্যানটি দিনাজপুর বিরামপুর থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বিকেল চারটার দিকে পাঁচবিবি উপজেলার নওদা বাজার পৌঁছালে এ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবাহী পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে মারা যান। পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব প্রথম আলোক বলেন, আহত ব্যক্তিদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় চারটি গরুও আহত হয়েছে।