ফরিদপুরে আগামী ১২ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ যে কোনো মূল্যে সফল করার প্রত্যয় নিয়েছে ফরিদপুর মহানগর (সাংগঠনিক) বিএনপি। এ উপলক্ষে আজ সোমবার প্রস্তুতি সভা করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার কাটপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে গণসমাবেশ সফল করতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম। মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক ওরফে শাহজাদা মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান ওরফে সেলিম, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্যসচিব এ কে এম কিবরিয়া, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।
সভা শেষে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া প্রথম আলোকে বলেন, সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বাসসহ যাবতীয় পরিবহন বন্ধ করে দেওয়া হলে আশপাশের জেলাগুলো থেকে বিকল্প পথে নেতা–কর্মীরা ফরিদপুরে আসবেন। তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ গণসমবেশ সফল করতে অবিলম্বে কয়েকটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। যেকোনো মূল্যে গণসমাবেশ সফল করা হবে।