চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চার পায়ের এক নবজাতকের জন্ম হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় অবস্থিত সেফা ইনসান হাসপাতালে নবজাতকের জন্ম হয়।
নবজাতকের বাবার নাম সাইদুল ইসলাম। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার এলাকার হাতির খেদা গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালান।
সাইদুল ইসলাম বলেন, গতকাল রাতে প্রসবের বেদনা ওঠার পর তিনি স্ত্রী নাছরিনকে সেফা ইনসান হাসপাতালে নিয়ে যান। আজ সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেন। তবে নবজাতকের চিকিৎসার খরচ নিয়ে তাঁরা চিন্তিত।
হাসপাতালের চিকিৎসক এস এ ফারুক প্রথম আলোকে বলেন, আজ সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই নারী চার পায়ের সন্তানের জন্ম দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।