ময়মনসিংহের ফুলপুরে বাবার জমি বোনকে দেওয়া নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ারি ইউনিয়নের দর্জি পয়ারি দ্বিতীয় খণ্ড গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের মৃত জৈনদ্দীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, দর্জি পয়ারি দ্বিতীয় খণ্ড গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে নূরুল হকের (৬৭) সঙ্গে তাঁর ভগ্নিপতি আলী হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া হচ্ছিল। আজ নূরুল হকের দখলে থাকা জমিতে ভগ্নিপতি আলী হোসেন হালচাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি বাধে। এ সময় দায়ের কোপে আহত হন আলী হোসেন।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, বাবার জমি বোনেদের দিতে চাচ্ছিলেন না নূরুল হক। এ নিয়ে বিরোধ চলছিল। জমিতে চাষ করতে গেলে আলী হোসেনকে হাঁটুর নিচে কোপ দিলে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।