ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান (বেল্টু) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ।
শহীদুজ্জামান (৭৮) হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন। শহীদুজ্জামান ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সবশেষ তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান জানান, ঝিনাইদহ ও কালীগঞ্জ শহর এবং নিজ গ্রাম ধোপাদীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শহীদুজ্জামানকে দাফন করা হবে।
শহীদুজ্জামান প্রথমে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগদান করেন। ওই নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সাল পর্যন্ত টানা চার বার শহীদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হন।