সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক তরুণের নাম মো. নুরুল গনি (২২)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার পথে উৎমা সীমান্ত এলাকায় নুরুল গনিকে আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল গনি জানিয়েছেন, গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে সীমান্ত এলাকার মানব পাচারকারীর মাধ্যমে ভারতের কাশ্মীরে যাওয়ার চেষ্টা করছিলেন। সেখানে গিয়ে গার্মেন্টসে কাজ করার কথা জানিয়েছেন তিনি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন আছে। তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।