মরদেহ
মরদেহ

নালায় পড়ে ছিল নারীর আংশিক পোড়া লাশ, পুলিশের ধারণা হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানিনিষ্কাশনের নালা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর আংশিক পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় পানিনিষ্কাশনের নালায় নারীর লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই নারীর বয়স ৩৫ বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে পুড়ে যাওয়া কালো রঙের বোরকা ও সালোয়ার–কামিজ ছিল। তাঁর মুখসহ শরীরের বেশ কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ওই মরদেহের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতে বা গতকাল শুক্রবার দিনে ওই নারীকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে পানিনিষ্কাশনের ওই নালায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, লাশের পরিচয় পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে। কী কারণে, কীভাবে ওই নারীকে হত্যা করা হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে।