আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আসার আর কোনো সম্ভাবনা নেই। সংবিধানে এর অস্তিত্ব নেই। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আসার কোনো সুযোগ নেই।
আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডরমিটরিতে অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঞা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান প্রমুখ।