শেষ মুহূর্তে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ রোববার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই স্থগিতাদেশের কথা জানানো হয়েছে। আগামী মঙ্গলবার উপজেলাটিতে ভোট হওয়ার কথা ছিল।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা এবং মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি পত্র পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আপিল বিভাগের আদেশ প্রতিপালনে ২১ মে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের পত্রের আলোকে আজ রাতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশ প্রতিপালনে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পদে কার্যক্রম বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাত দিনের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২৮ এপ্রিল সাজাপ্রাপ্ত প্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ। এরপর তাজুল ইসলাম তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহীন রহমান একমাত্র প্রার্থী থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।