চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোবাস
চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোবাস

রেললাইনে মাইক্রোবাস, ট্রেনের ধাক্কা

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাইক্রোবাস। ট্রেন আসার আগেই মাইক্রোবাসটি রেললাইনে উঠে আসে। তবে গাড়িচালক নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তখন যাত্রী ছিলেন না। আজ বুধবার বেলা দুইটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভেঙ্গুরা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি চকরিয়া থেকে যাত্রী নিয়ে এসেছে।  রেললাইন থাকলেও সেখানে কোনো গেট ও গেটম্যান ছিলেন না। ফলে ট্রেন আসার আগেই রেললাইনে উঠে যায় মাইক্রোবাস। গাড়ি ঘোরানোর সময় যাত্রীরা আগে নেমে যান। এর মধ্যে ট্রেন আসার আগেই নেমে পড়েন চালকও। কিন্তু কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস মাইক্রোবাসের সামনের অংশে ধাক্কা দেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, কক্সবাজারগামী একটি ট্রেন রেললাইনে ওঠা যাওয়া মাইক্রোবাসের সামনের অংশকে ধাক্কা দেয়। তবে গাড়ির ভেতরে চালক ও যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর রেললাইনের ওই অংশে কোনো রেলগেট ছিল না। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

যোগাযোগ করা হলে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। আর সেখানে বৈধ কোনো লেভেল ক্রসিং নেই।