শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা

কৃতী শিক্ষার্থীদের মেধা কাজে লাগানোর আহ্বান

ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা। রোববার সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে
ছবি: হাসান মাহমুদ

পাবনায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার সকাল থেকে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই অনুষ্ঠান চলছে। তরুণ সমাজকে এগিয়ে নিতে কৃতী শিক্ষার্থীদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অতিথিরা।

আজ সকাল ৯টা বাজতেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্বাধীনতা চত্বর। শিক্ষার্থীদের হইহুল্লোড়, আনন্দ-উচ্ছ্বাসে সংবর্ধনা অনুষ্ঠান উৎসবে রূপ নেয়। সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের পর সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ মো. বাহেজ উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের এগিয়ে যাওয়ার এখনই সময়। তরুণ সমাজকে এগিয়ে নিতে তোমাদের মেধা কাজে লাগাবে। ভালো কাজের সঙ্গে থাকবে। দেশের জন্য নিজের মেধা কাজে লাগাবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম।

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করবে ব্যান্ড দল ‘অরফিউজিক’। জাদু দেখাবেন বাংলার ‘মিস্টার বিন’খ্যাত রাশেদ শিকদার। নৃত্য পরিবেশন করবেন প্রিয়ঞ্জনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলবেন অতিথিরা।

কয়েক মাস পর স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীদের দেখা পেয়ে আনন্দ-উল্লাসে মেতেছে কৃতী শিক্ষার্থীরা। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট ও উপহার সংগ্রহের পর তারা গল্প-আড্ডায় মাতে। অনেকে দলে দলে ছবি উঠছে। আবার কেউ কেউ উপভোগ করছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। রোববার সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে

পাবনার ঈশ্বরদী থেকে আসা কৃতী শিক্ষার্থী ইফাত আলী বলে, ‘নিবন্ধন করার পর থেকে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলাম। আজ সকালে দ্রুত ঘুম থেকে উঠেই চলে এসেছি। এখন বন্ধুদের পেয়ে ভালো লাগছে।’

পাবনার চাটমোহর থেকে আসা শিক্ষার্থী উম্মে জান্নাত বলে, ‘এখানে এসে খুব ভালো লাগছে। শুরু থেকেই খুব আনন্দে আছি। আমাদের জন্য এমন আয়োজন করায় প্রথম আলোকে ধন্যবাদ।’

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখা’র পৃষ্ঠপোষকতায় কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (১ মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।