জুড়ীর ফুলতলা ইউপি নির্বাচন

‘নৌকায়’ ভোট দিয়ে ফেসবুকে আ.লীগ প্রার্থীর ছবি, দিন শেষে পরাজয়

গোপন কক্ষে ইভিএমে নৌকা প্রতীকে ভোট দেন মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ। এ সময় তিনি ছবি তোলেন। পরে তাঁর কর্মী-সমর্থকেরা তা ফেসবুকে ছড়িয়ে দেন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ ‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে ছবি তোলেন। পরে তাঁর কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ছবি পোস্ট করে ‘নৌকা’ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন। তবে নির্বাচনে পরাজিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ইভিএমে ওই ইউপির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল আলীম বিজয়ী হয়েছেন।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মাসুক আহমদ ইভিএমে ‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। ফুলতলার বশির উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে মাসুক আহমদ সকালে ওই ভোট দেন।

এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ভোট দিয়ে এভাবে ছবি তোলা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। পরে বিষয়টি শুনেছেন।