বরগুনার তালতলী উপজেলার পায়রা নদে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৬ কেজি ওজনের কোরাল মাছ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় মাছটি পাওয়া যায়।
হাসেম মোল্লা নামের এক জেলে মাছটি ধরেন। হাসেম বলেন, তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার পায়রা নদে প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে জাল ফেলেন তিনি। ভাটার সময় আজ ভোরে জাল গুটাতে থাকলে তাঁর জালে বড় আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে।
স্থানীয় লোকজন বলেন, ধরার পর হাসেম তালতলী বাজারে নিয়ে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বশির হাওলাদার নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এর আগে গত এপ্রিল মাসে বরগুনার বিষখালী নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ছিল। তখন মাছটি মাইকিং করে ২৬ হাজার টাকায় (ভাগ করে) বিক্রি করা হয়।
হাসেম মোল্লা বলেন, ‘রাতে পায়রা নদের সাগরমোহনায় মাছ শিকার করতে যাই। একটা সময় দেখি, বড় আকৃতির একটি মাছ জালে আটকে আছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে প্রায় ১৬ হাজার টাকায় বিক্রি করি।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে নদীতে।