ঢাকা-খুলনা রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করেছে। আজ রোবার সকালে
ঢাকা-খুলনা রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করেছে। আজ রোবার সকালে

ঢাকা-খুলনা রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেললাইনের ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করেছে।

আজ রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের ভাঙ্গা জংশনে পৌঁছায়। ভাঙ্গা জংশন স্টেশনে ৭ মিনিট বিরতি দিয়ে ১০টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

আজ পরীক্ষামূলক ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনা পর্যন্ত যায়। আগামী ডিসেম্বরে প্রথম সপ্তাহে এই পথে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাকিব আকন্দ বলেন, ‘পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা রেলজংশনে সকাল ১০টা ৩৩ মিনিটে এসে পৌঁছায়। এটি ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে গোপালগঞ্জ, নড়াইল, যশোর হয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত।’

পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী ও চায়না রেলওয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরীক্ষামূলক ট্রেনটির লোকোমাস্টার মো. সাখাওয়াত হোসেন (৫৫) বলেন, ১২টি বগি নিয়ে ঢাকার কমলাপুর থেকে নড়াইল হয়ে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়াল। বাণিজ্যিকভাবে চালু হলে এ ট্রেনে মাত্র সাড়ে তিন ঘণ্টায় খুলনা থেকে ঢাকা পর্যন্ত যাত্রীরা যেতে পারবেন।