গাজীপুরের টঙ্গীতে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রেনে থাকা এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জরুরি ভিত্তিতে ট্রেনটি থামিয়ে আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
কবজি বিচ্ছিন্ন হওয়া ওই যাত্রীর নাম মো. মাজেদ খান (৩৫)। তাঁর বাড়ি সিলেট জেলায়। তিনি উপবন এক্সপ্রেস নামের একটি ট্রেনে সিলেট থেকে ঢাকার কমলাপুরে যাচ্ছিলেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ট্রেনটি টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকা পার হওয়ার সময় হঠাৎ পাথরবোঝাই একটি ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও টঙ্গী রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনে থামে। এরপর ১০টা ২০ মিনিটের দিকে ট্রেনটি কমলাপুরের উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। যাত্রী মো. মাজেদ ছিলেন ট্রেনটির ২ নম্বর বগিতে। তাঁর বাঁ হাত রাখা ছিল ট্রেনের জানালায়। ১০টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকা পার হওয়ার সময় হঠাৎ পাথরবোঝাই একটি ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে গেলে ট্রেনটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ট্রাকটি ২ নম্বর বগিতে আঘাত হেনে দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকের আঘাতে মো. মাজেদের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামিয়ে মাজেদকে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি নিশ্চিত করে টঙ্গী রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার কয়েক মিনিট আগেই ট্রেনটি আমাদের স্টেশন ছেড়ে যায়। এর মাঝেই আমাদের কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হওয়ার খবর আসে। মূলত ট্রাকটি হুট করে লেভেল ক্রসিংয়ে উঠে পড়ায় এ ঘটনা ঘটে।’