আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে আজ সোমবার শীতের কাপড় চাদর বিতরণ করা হয়। রাজশাহী নগরের তালাইমারী এলাকায়
আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে আজ সোমবার শীতের কাপড় চাদর বিতরণ করা হয়। রাজশাহী নগরের তালাইমারী এলাকায়

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত আলোর পাঠশালার শিক্ষার্থীরা

সানজিদা পারভীন বছরের প্রথম দিন আজ বিদ্যালয়ে এসেছে। নগরের হাদির মোড় এলাকায় তাদের বাড়ি। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসেই সে পেয়েছে শীতবস্ত্র। সানজিদা বলে, ‘আজ নতুন স্কুলে এসেছি। স্কুল ভালো লেগেছে। আজ এসেই একটি চাদর পেয়েছি।। খুব খুশি লাগছে।’

সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে। শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নানা ধরনের উপকরণও দেওয়া হয়। এবারও প্রতিবছরের মতো শীত মৌসুমে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। প্রথম আলো ট্রাস্টের শীতবস্ত্র বিতরণের এই আয়োজনে সহযোগিতা করছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে এক হাজার শীতবস্ত্র দিয়েছে প্রতিষ্ঠানটি। এই শীতবস্ত্র অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় পদ্মা নদীর ধারে আলোর পাঠশালায় দুপুরের দিকে শিক্ষার্থীদের শীতবস্ত্র দেওয়া হয়। তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক রহমত আলী, সহকারী শিক্ষক নাসরিন খাতুন, খাদিজাতুল কুবরা, হাসান ইমাম, সারফরাদ এবং প্রথম আলো রাজশাহীর প্রতিনিধি শফিকুল ইসলাম।

শীতবস্ত্র পেয়ে সপ্তম শ্রেণির কাশমী আক্তার কবিতা বলে, নতুন বছরে শীতবস্ত্র পেয়ে সে অনেক খুশি হয়েছে। তার বাবা-মাও খুশি হবেন। সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী মো. রুমেল জানায়, স্কুল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। আজ তাদের শীতের গরম কাপড় দিয়েছে।

কাউন্সিলর আরমান আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নতুন বছরে নতুন উপহার পেলে তোমরা। প্রথম আলো অনেকগুলো দায়িত্ব পালনের পাশাপাশি তোমাদের পাশেও আছে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে।’

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহযোগিতা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।