চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ‘ইউনিটি এক্সেসরিজ’ নামের একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই কারখানায় আগুন লাগে। রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। একই সঙ্গে কাজ করে নৌবাহিনীর একটি দল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। পরে বন্দর, আগ্রাবাদ ও ইপিজেড ফায়ার স্টেশনের আটটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, কারখানার চারতলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কার্টন স্তূপ করে রাখা ছিল। এই কার্টনেই কোনোভাবে আগুন ধরে যায়। তবে মূল কারণ আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে।
আবদুল মালেক আরও বলেন, প্রায় চার ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ক্ষয়–ক্ষতির হিসাব জানা যায়নি।