নরসিংদীর রায়পুরায় ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের নয়াচরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির মিয়া (১৬) রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
মনির মিয়ার স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল মনির। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নদীতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা দুজন জেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্বজনেরা তাকে দ্রুত পাশের ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমাছ খন্দকার জেলে মনির মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু জেলে নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে কিশোর মনিরের মৃত্যু হয়েছে।