বাংলাবান্ধা স্থলবন্দর
বাংলাবান্ধা স্থলবন্দর

দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ বুধবার থেকে টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরটি দিয়ে বৈধ ভিসাধারীরা সীমান্ত পারাপার হতে পারবেন।

এ–সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

চিঠিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত টানা ছয় দিন বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে।

জানতে চাইলে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বন্দরের আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নেপাল ও ভুটানের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।