রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ ও ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক হাসিবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাসিবুল ইসলামকে (সহসম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’
বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সাতজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আটক প্রক্সিদাতাদের তথ্য অনুযায়ী প্রক্সি ও জালিয়াতি জড়িত থাকায় রাতে নগরের কাটাখালী এলাকা থেকে ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলামকে আটক করা হয়। পরের দিন নগরের মতিহার ও চন্দ্রিমা থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ছাত্রলীগ নেতা হাসিবুল প্রক্সিদাতাদের সঙ্গে ৫০-৬০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার চুক্তি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা এ তথ্য জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘ভর্তি জালিয়াতি ও প্রক্সিতে হাসিবুলের জড়িত থাকার বিষয়টি আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করি। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে। যেকোনো অপরাধে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’