খাওয়াদাওয়া করছে বানরটি, শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত বানরটিকে চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা। মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি হাসপাতালে
প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের নামারবাজারে বৈদ্যুতিক শকে আহত হওয়া বানরটি এখন খাওয়াদাওয়া করছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আজ বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।

দীপান্বিতা বলেন, গত দুই দিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে বানরটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা নানা পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী বানরটিকে সেবা দেওয়া হচ্ছে। নিয়ম মেনে স্যালাইন দেওয়া হচ্ছে। বানরটি কলা খাচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নিজের পর্যবেক্ষণে রেখে বানরটিকে চিকিৎসা দিয়েছেন চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ভজন চন্দ্র দাশ। তিনি প্রথম আলোকে বলেছেন, বানরটির শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়েছে। হাত, পা, বুকসহ নানা জায়গায় ক্ষত তৈরি হয়েছে। ঘাগুলো অন্তত চার থেকে পাঁচ দিন আগের। ঘা শুকাতে স্প্রে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।

বানরটি যেভাবে হাসপাতালে

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গত ২৮ আগস্ট সীতাকুণ্ডের নামারবাজার এলাকার একটি খুঁটিতে বৈদ্যুতিক শকে আহত হয় বানরটি। খুঁটি থেকে নিচে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত পায় বানরটি। পরে এটি ঘটনাস্থলে থেকে চলে যায়।

এরপর গত শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অসুস্থ বানরটিকে দেখা যায়। বৈদ্যুতিক শকে আহত হওয়া বানরটি যন্ত্রণায় কাতর ছিল। শরীরের পেছনের অংশে ছিল গভীর ক্ষত। সেদিন এটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গত রোববার দ্বিতীয় দিনের মতো বানরটি হাসপাতালে এসে হাজির হয়। সেদিন বিকেল পাঁচটার দিকে বানরটিকে ড্রেসিং করে প্রথমবারের মতো ব্যান্ডেজ করা হয়। ব্যান্ডেজ করার সময় বানরটি চুপচাপ বসে ছিল। ব্যান্ডেজ শেষে বানরটি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বনে চলে যায়। পরে গত সোমবার তৃতীয় দিনের মতো আবার হাসপাতালে আসে বানরটি। হাসপাতালে এলে এর ক্ষতস্থান ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। পরে দুপুরের দিকে বানরটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এ এস কাদেরী টিচিং হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবারও বানরটিকে চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে বানরটিকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে।