যশোরের মনিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম জি এম মশিউর রহমান (৪৩)। তিনি উপজেলার চালুয়াহাটি ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। মোবারকপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবারকপুর গ্রামে বাড়ির পাশে মশিউর রহমানের একটি মাছের ঘের আছে। গতকাল রাতে তিনি ঘেরের পাড়ে লাগানো ফলদ গাছে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি দিচ্ছিলেন। রাত ৯টার দিকে অসাবধানতাবশত তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন মশিউরকে উদ্ধার করে পাশের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চালুয়াহাটি ইউপির চেয়ারম্যান মো. আবদুল হামিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া জি এম মশিউর রহমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (মোবারকপুর) দুবারের নির্বাচিত সদস্য ছিলেন।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পুলিশি তদন্ত কেন্দ্রের উপরিদর্শক (এসআই) রকিব উজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্য মশিউর রহমান মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।