জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গরুর খাবারের জন্য ফসলের মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কৃষকের নাম বাবুল মিয়া (৫০)। তিনি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল বিকেলে বাবুল মিয়া বাড়ির পাশে ধানখেতে ঘাস কাটতে যান। ফেরার পথে ধানখেতের আইলে থাকা একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। এতে ওই কৃষক চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য প্রথমে কবিরাজের কাছে নেওয়া হয়। এতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোন ধরনের সাপ তাঁকে কামড় দিয়েছিল তা কেউ নিশ্চিত করতে পারেননি।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রবিউল ইসলাম বলেন, ওই কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কাউকে সাপে কামড় দিলে অন্য কোথাও না নিয়ে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে। এতে সাপে কামড় দেওয়া ব্যক্তির জীবন রক্ষার সুযোগ থাকে।