সিলেটের ওসমানীনগর উপজেলার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির ডাকা অবরোধ সমর্থনকারী ব্যক্তিরা। আজ বুধবার সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
এদিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাদিকোনা এলাকায় পিকেটিং করার সময় যুবদল নেতা আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আখতার দক্ষিণ সুরমা যুবদলের সদস্য।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, পিকেটিং করার সময় আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে উনিশ মাইল এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে লাগান অবরোধ সমর্থনকারী ব্যক্তিরা। এ সময় অনেকের মাথায় মাফলার মোড়ানো ও হেলমেট পরা ছিল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে অবরোধ সমর্থনকারী ব্যক্তিরা সেখান থেকে চলে যান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ তৎপরতা চলাচ্ছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণতান্ত্রিক নিয়মেই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এতে সরকারদলীয় নেতা-কর্মী ও পুলিশ-প্রশাসনের লোকজন অন্যায়ভাবে তাঁদের নেতা-কর্মীদের দমন-পীড়ন করছেন। অন্যায়ভাবে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে গণগ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির ডাকা অবরোধ সমর্থনে সিলেটের বিভিন্ন স্থানে কর্মসূচি চলমান। এই আন্দোলনে সাধারণ মানুষ সমর্থন দিচ্ছেন। বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।