জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. ফকরুজ্জামান ওরফে মতিন বিজয়ী হয়েছেন। নারকেলগাছ প্রতীকে তিনি পেয়েছেন ৮ হাজার ৫৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক মো. নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। এরপর বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষ থেকে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল একে একে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। রাত ৯টায় মেয়র পদে মো. ফকরুজ্জামানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
দলের সিদ্ধান্ত অমান্য করে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় মো. ফকরুজ্জামানকে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সদস্যসচিব পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলামের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজয়ী হওয়ার প্রতিক্রিয়া জানতে মো. ফকরুজ্জামানের মুঠোফোন একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।
বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রের ১০৯টি কক্ষে ভোট গ্রহণ হয়েছে। এই পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ৫১৮ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৯২ শতাংশ। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।