সিলেটের জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ঘনফুট বালু, ৫০টি ড্রামট্রাক, ২০ হাজার ঘনফুট পাথর ও পাঁচ শতাধিক বারকি নৌকা জব্দ করেছে বালু–পাথর উত্তোলন বন্ধে গঠিত টাস্কফোর্স। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলংয়ে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় টাস্কফোর্স এই অভিযান চালায়।
ইসিএভুক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুমপাড়, কান্দুবস্তি, নয়াবস্তি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ।
ইউএনও মো. তৌহিদুল ইসলাম বলেন, জব্দ করা মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে দুটি স্থানে ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জব্দ করা মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদী ও নদী–তীরবর্তী ইসিএভুক্ত এলাকায় অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট–তীরবর্তী ক্রাশার মিল পরিদর্শন করা হয়। এ সময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা পাথরের পাশাপাশি দেশি পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা করা হবে।