কুড়িয়ে পাওয়া শটগানের ৯ গুলি ফেরত দিলেন ভ্যানচালক

রাস্তায় কুড়িয়ে পাওয়া নয়টি গুলি ফেরত দিয়েছেন ভ্যানচালক সাইদুল ইসলাম
ছবি: প্রথম আলো

শটগানের গুলি হারিয়ে ফেলেছিলেন ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী মোস্তফা কামাল। সেই গুলি রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছেন ভ্যানচালক সাইদুল ইসলাম। এতে স্বস্তি ফিরেছে কামালের। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শহরে গত বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে।

মোস্তফা কামাল ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার শাখা ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। গত বৃহস্পতিবার তিনি ইসলামী ব্যাংক কোটচাঁদপুর শাখায় অফিসের কাজে আসেন। কাজ শেষ করে হঠাৎ খেয়াল করেন, তাঁর সঙ্গে থাকা ব্যাগসহ নয়টি গুলি হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই বিকেলে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক সাইদুল ইসলাম ব্যাগসহ গুলিগুলো কুড়িয়ে পান। পরে এসব গুলি তিনি থানায় জমা দেন।

পুলিশ জানায়, জিডির সূত্র ধরে নিরাপত্তাকর্মী মোস্তফা কামালকে হারিয়ে যাওয়া গুলি পাওয়ার কথা জানানো হয়। পরে কামাল থানায় এলে নয়টি গুলি তাঁকে বুঝিয়ে দেন থানার উপপরিদর্শক আল মাসুদ মিয়া। এসব গুলি শটগানের বলে নিশ্চিত হওয়া গেছে।

ভ্যানচালক সাইদুল ইসলাম বলেন, ভ্যান চালিয়ে তিনি জীবন যাপন করেন। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি ভ্যান চালাচ্ছেন। গত বৃহস্পতিবার কোটচাঁদপুর ইসলামী ব্যাংকের সামনে গুলিভর্তি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর ব্যাগ খুলে গুলিগুলো দেখেন। পরে পুলিশের এক সদস্যের সহায়তায় এসব গুলি থানায় জমা দেন।

কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, নিরাপত্তাকর্মী মোস্তফা কামালের নয়টি গুলি খোয়া যায়। এসব গুলি পেয়ে এক ভ্যানচালক থানায় জমা দেন। পরে গুলিগুলো মোস্তফা কামালকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিরাপত্তাকর্মী মোস্তফা কামাল বলেন, গুলিগুলো না পেলে তাঁর খুবই সমস্যা হতো। এমনকি চাকরিও চলে যেতে পারত। ভ্যানচালকের উদারতায় তিনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন।