সংবর্ধনা অনুষ্ঠানে এসে ক্রেস্ট ও সনদ সংগ্রহ করে কৃতী শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে
সংবর্ধনা অনুষ্ঠানে এসে ক্রেস্ট ও সনদ সংগ্রহ করে কৃতী শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে

হবিগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাসে মেতেছে কৃতী শিক্ষার্থীরা

হবিগঞ্জে ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ এই স্লোগানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মেঘলা আকাশ, বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। কেউ এসেছে মা-বাবার সঙ্গে। কেউ আবার ভাই–বোনকে নিয়ে উৎসবে এসেছে। সবার সরব উপস্থিতিতে মিলনায়তনস্থল যেন মিলনমেলায় পরিণত হয়েছে। বন্ধু ও সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছে তারা। স্মৃতি ধরে রাখতে তারা ছবি তুলছে। কেউবা তুলছে সেলফি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। আজ শনিবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে

এ উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে জিপিএ-৫ পাওয়া প্রায় ৬০০ শিক্ষার্থী। দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ ও সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানের মঞ্চে এক কৃতী শিক্ষার্থী গান পরিবেশ করে। আজ শনিবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গো‌বিন্দপুর সরকা‌রি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সায়মা ইসলাম। তার বাবা র‌ফিকুল ইসলা‌মকে সঙ্গে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে সে। সায়মা বলে, এখানে এসে বেশ ভালো লাগছে তার। একসঙ্গে অনেক সহপাঠীকে পেয়ে আনন্দে কাটছে সময়।

উৎসব প্রাঙ্গণে উপস্থিত আছেন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল হাই ও সিলেটে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান।

ক্রেস্ট হাতে দুই কৃতী শিক্ষার্থী