ফেনীর ছাগলনাইয়ায় একটি বাগানবাড়ি থেকে করিম উল্ল্যাহ ওরফে কালা মিয়া (৬৫) নামের একজন দোকানির লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত ব্যক্তি বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গতকাল বুধবার রাতে এ মামলা করেন।
নিহত করিম উল্ল্যাহ ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া গ্রামের জমাদারবাড়ির রাজা মিয়ার ছেলে এবং ছাগলনাইয়া বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। গত বুধবার ভোরে ছাগলনাইয়া বাজারের পাশের একটি বাগানবাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। দুপুরে ফেনী সদর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ দাফন করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকালে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়ায় একটি বাগানবাড়ি থেকে করিম উল্ল্যাহর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য সন্দেহভাজন দুই নারীকে আটক করে। তাঁদের দুজনকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আরও একজন নারীসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকেই থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, বুধবার রাতে নিহত করিম উল্ল্যাহর বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।