বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের পাল্টা সমাবেশের ঘোষণার পর গণতন্ত্র মঞ্চের জায়গা বদল

মাছের বাজারের পাশে চলছে গণতন্ত্র মঞ্চের সমাবেশ আয়োজনের প্রস্তুতি। আজ সোমবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে
ছবি: প্রথম আলো

১৪ দফা দাবিতে রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে পূর্বনির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে গণতন্ত্র মঞ্চ। শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ একই স্থানে সমাবেশ ডাকায় পুলিশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাবেশের আয়োজকেরা।

ফলে আজ সোমবার বিকেল চারটায় মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠের পরিবর্তে প্রায় এক কিলোমিটার অদূরে জয়পুরহাট সড়কের মোড়ে অস্থায়ী মাছের বাজার এলাকায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে গণতন্ত্র মঞ্চ। আজ সকাল থেকে সেখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে। মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে কোনো পক্ষকেই সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। বর্তমান ‘অবৈধ’ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীন জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে এই রোডমার্চের ডাক দেওয়া হয়। রোডমার্চ শুরুর পর গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সমাবেশ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তবে আওয়ামী লীগের ‘শান্তি’ সমাবেশের কারণে টাঙ্গাইলে নির্ধারিত সমাবেশ করতে পারেনি গণতন্ত্র মঞ্চ। গতকাল বিকেল চারটায় বাসাইল উপজেলার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করাতিপাড়ায় এ সমাবেশ করার কথা ছিল।

শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের সমাবেশ আয়োজনের উদ্যোক্তা শহিদুল ইসলাম বলেন, গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী রোডমার্চের অংশ হিসেবে মোকামতলায় সমাবেশ কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আগে থেকেই নির্ধারিত। বিষয়টি তাঁরা আগে থেকেই স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান। মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ সফল করতে কয়েক দিন ধরে প্রচারণাও চালাচ্ছেন। আওয়ামী লীগ কৌশলে তাদের সহযোগী সংগঠনকে দিয়ে গণতন্ত্র মঞ্চের পূর্বনির্ধারিত সমাবেশ বাধা দিতে পাল্টা কর্মসূচি দেয়। এরপর গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে বিকল্প জায়গায় সমাবেশ আয়োজনে অনুরোধ জানানো হয়। সংঘাত এড়াতে তাঁরা মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠের বদলে বন্দরের জয়পুরহাট সড়কের মোড়ে অস্থায়ী মাছের বাজারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

পাল্টা সমাবেশের বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বলেন, আজকের শান্তিমিছিল শেষে মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ স্বেচ্ছাসেবক লীগের পূর্বনির্ধারিত কর্মসূচি। দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এই শান্তিমিছিল অনুষ্ঠিত হবে। গণতন্ত্র মঞ্চ মোকামতলায় সমাবেশ করলেও কোন মাঠে করবে, সেটা আগে থেকে তারা উল্লেখ করেনি। এখন তারা মাছের বাজারে সমাবেশ করলে বাধা দেবেন না।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, আজকের মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে একই সময় দুটি সংগঠন সমাবেশ আহ্বানের বিষয়টি থানা-পুলিশ মৌখিকভাবে জানিয়েছেন। উভয়পক্ষ সমঝোতার ভিত্তিতে আলাদাস্থানে সমাবেশ করায় সেখানে ১৪৪ ধারা জারির প্রয়োজন হচ্ছে না।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, গণতন্ত্র মঞ্চ আগে মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছে। একই স্থানে ও একই সময়ে সেখানে সমাবেশ করার পৃথক আবেদন করে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। উভয়পক্ষ একই স্থানে সমাবেশ আহ্বান করায় সংঘাতের আশঙ্কা দেখা দেয়। সংঘাত এড়াতে গণতন্ত্র মঞ্চকে উচ্চবিদ্যালয় মাঠের বদলে বিকল্প স্থানে সমাবেশ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। এখন তারা মোকামতলা মাছের বাজারে সমাবেশ আয়োজন করবে। স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ শেষে অন্য কোথাও সমাবেশ করবে। মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে কোনো পক্ষই সমাবেশ করতে পারবে না।

এদিকে রোডমার্চ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকালে বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ করার কথা রয়েছে গণতন্ত্র মঞ্চের। আয়োজকদের অভিযোগ, সাতমাথায় মুজিব মঞ্চে বছরজুড়ে রাজনৈতিক দলের সমাবেশ-পথসভার মতো কর্মসূচি হয়ে আসছে। কিন্তু যানজট তৈরি হবে এমন অজুহাত দেখিয়ে পুলিশ সাতমাথায় সমাবেশ আয়োজনে আপত্তির কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত সাতমাথায় পূর্বনির্ধারিত সমাবেশ আয়োজনের ব্যাপারে অনঢ় অবস্থানে রয়েছে তারা।

এ বিষয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, গণতন্ত্র মঞ্চ কাল সাতমাথায় সমাবেশ আয়োজনের কর্মসূচি দিয়েছে। কিন্তু বেলা ১১টায় এই স্থানে সমাবেশ করলে যানজটে মানুষের দুর্ভোগ বাড়তে পারে। এ জন্য তাদের বিকল্পস্থানে সমাবেশ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।