বন্দর জেটিতে ভিড়ানো হয়েছে চালবাহী জাহাজ এমভি গোল্ডেন স্টার
বন্দর জেটিতে ভিড়ানো হয়েছে চালবাহী জাহাজ এমভি গোল্ডেন স্টার

চট্টগ্রাম বন্দরে এল মিয়ানমারের চালের প্রথম দুই চালান

মিয়ানমার থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম দুটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে দুটি জাহাজ। আজ শুক্রবার দুপুরে জাহাজ দুটি বন্দরের দুই জেটিতে পৌঁছায়।

বন্দর সূত্র জানায়, জাহাজ দুটির একটি এমভি গোল্ডেন স্টার জাহাজে চাল আমদানি হয়েছে ২২ হাজার টন চাল। অপর দিকে এমভি এমসিএল-১৯ জাহাজে রয়েছে আড়াই হাজার টন চাল। সব মিলিয়ে জাহাজ দুটিতে সাড়ে ২৪ হাজার টন চাল রয়েছে।

মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে যে এক লাখ টন চাল কেনা হচ্ছে, তার প্রথম দুটি চালান এই জাহাজে আনা হয়েছে। মিয়ানমার রাইস ফেডারেশন এ চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৫১৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় মোট দাম পড়বে ৬১৮ কোটি টাকা।

জাহাজ দুটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর প্রথম আলোকে বলেন, জাহাজ দুটিতে থাকা চালের নমুনা পরীক্ষার পর খালাস শুরু হবে। পর্যায়ক্রমে আরও আটটি জাহাজে বাকি চাল আমদানি হবে।