ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নগরকান্দায় তরুণকে কুপিয়ে হত্যা

ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাফাই বালিয়া গ্রামের কুমার নদের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

নিহত ওই তরুণের নাম রুবেল শেখ (১৯)। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের সালাম শেখের ছেলে। তাঁর নানাবাড়ি উপজেলার ফুলসূতি ইউনিয়নের হিয়াবলদি গ্রামে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ফুলসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলসূতি ও কাজীকান্দা-কাইচাইল গ্রামের তরুণদের মধ্যে একটি ফুটবল ম্যাচ হয়। খেলায় কাজীকান্দা-কাইচাইল গ্রাম হেরে যায়। পরে হিয়াবলদি বাজারে একটি চায়ের দোকানে হিয়াবলদি গ্রামের তরুণেরা কাজিকান্দা গ্রামের সমর্থকদের উদ্দেশে কটূক্তি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল বিকেলে রুবেল শেখ হিয়াবলদি গ্রামে তাঁর নানাবাড়িতে বেড়াতে যান। রাত ১১টার দিকে এক ভ্যানচালক রক্তাক্ত রুবেলকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় রাত ১২টার দিকে মারা যান রুবেল।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে হিয়াবলদি গ্রামের কিছু উচ্ছৃঙ্খল তরুণ তাঁদের বন্ধুদের সঙ্গে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হিয়াবলদি গ্রামের হায়াত শেখের ছেলে রনি শেখও (১৮) কোপ খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রনি এ হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনিকে আটক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।