রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিজড়া আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গতকাল রোববার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নেন। এ সময় তাঁর সঙ্গে হিজড়া জনগোষ্ঠীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আনোয়ারা ইসলাম রংপুরে হিজড়াদের সংগঠন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন সময় সংগঠনের পক্ষে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি।
আনোয়ারা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা দেখে আসছি রংপুর অবহেলিত অঞ্চল। উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে রংপুর অনেক পিছিয়ে। এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা কম। এ কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, মনোনয়নপত্র কেনার জন্য ব্যাংক চালানের মাধ্যমে ৩৫ হাজার ৫০০ টাকা জমা দিয়েছেন তিনি।
আনোয়ারার বয়স ৩১ বছর। তিনি রংপুর সিটির ২৬ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকার বাসিন্দা। নূরপুর পৌর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে রংপুর টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। থাকেন রংপুর শহরের নূরপুর এলাকায়। তিনি ‘রূপান্তর’ নামে একটি হস্তজাত শিল্পের উদ্যোক্তা। সেখানে ২৪ জন হিজড়া কাজ করেন।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে আনোয়ারা ইসলাম বলেন, ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে উন্নয়নের জন্য আন্দোলন করবেন। ইতিমধ্যে তিনি তাঁর ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।
আনোয়ারার মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, এবার রংপুর-৩ (সদর) আসনে মোট ৪ লাখ ৯৪ হাজার ৭৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।