খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার ভোরে যৌথ বাহিনী ওই অভিযান পরিচালনা করে। অভিযানে ছিল পুলিশ ও সেনাবাহিনী। নগরের রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩টি গুলি, রাইফেলের গুলির চারটি খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০টি গুলি, দুটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার ও ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস প্রথম আলোকে বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সোমবার দুপুরেই একটি মামলা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় শুধু শেখ হারুনুর রশিদকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।